শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ : মহসিন মিয়া মধু

December 28, 2024,

সাইফুল ইসলাম : অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ। উত্তম ইবাদতও বটে। শীত মৌসুমে হত-দরিদ্র ও অসহায় মানুষের সেবা করা সামর্থ্যবানদের জন্য আবশ্যক বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসীন মিয়া মধু।

শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে একই উপজেলার ভূনবীর ইউনিয়ন পরিষদে ২৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ সময় মো. মহসীন মিয়া মধু বলেন, দ্রব্যমূল্যের সহনীয়  পর্যায়ে রাখতে ও সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেজন্য “বিনা লাভের বাজার” স্থাপন করা হয়েছে। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সবসময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। আর শ্রীমঙ্গল শহরে “বিনা লাভের বাজার” থেকে সকল শ্রেনী পেশার মানুষ এর সুযোগ সুবিধা পাচ্ছে।” তিনি আরও বলেন, এই শীতে কোনো মানুষ যাতে কষ্ট পেতে না হয়, সেজন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা যুবদলের সহসভাপতি কাজী আব্দুল গফুর, নজরুল ইসলাম, আলকাছ মিয়া, স্থানীয় বিএনপি নেতা আব্দুল আওয়াল, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমেদ প্রমুখ।

জানা যায়, জেলা বিএনপি নেতা মহসীন মিয়া মধু শ্রীমঙ্গল পৌরসভার নয়টি ওয়ার্ড ও শ্রীমঙ্গল সদর ইউনিয়ন, আশিদ্রোণ ইউনিয়নের সকল ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ হাজার শীতের কম্বল বিতরণ করেছেন।

 মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য মো. মহসিন মিয়া মধু বলেন, কোন মানুষ যেন শীতে কষ্ট ভোগ করতে না হয় এবং শীতবস্ত্র বঞ্চিত না হয় সে লক্ষ্যে উপজেলার ভেতরে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রীমঙ্গল উপজেলা শেষ হওয়ার পর পরবর্তীতে কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com