শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে খেলার সামগ্রী বিতরণ

October 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন বিদ্যালয়ে খেলাধূলাসামগ্রী বিতরণ করা হয়। সোমবার ১২ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধূরী’রসভাপতিত্বে ও শিক্ষক আবুল হোসেন সাজুর পরিচালনায় -প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধূরী,শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমিরুল ইসলামসাহেদ,খলিলপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া,খলিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকআরমান হোসেন চৌধূরী।

উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা আব্দুল হাসিম চৌধূরী,প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদমনিরুজ্জামান ,শিক্ষানুরাগী সদস্য খালিছুর রহমান,সদস্য মোঃ সেলিম মিয়া,

এমপি পুত্র সিএম মাশরুর আজম,এমপি’র একান্ত সচিব মকবুল হোসেন চৌধূরী,সাংবাদিক রিপন মিয়া,সাংবাদিক জুবায়েরআহমেদ।

পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী’র হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com