শেখ হাসিনার জন্মদিন পালন করল কুলাউড়া উপজেলা আ.লীগ

September 29, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥  দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন সোমবার ২৮ সেপ্টেম্বর। জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়াও, মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে পালন করেছে কুলাউড়া উপজেলা আ’লীগ। সোমবার বিকেলে পৃথক দু’টি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সভানেত্রীর জন্মদিন পালন করেন নেতৃস্থানীয়রা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় কুলাউড়া উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফি আহমদ সলমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও ফজলুল হক খাঁন সাহেদ, পৌর মেয়ার শফি আলম ইউনুস, বিআরডিবির চেয়ারম্যানও আ’লীগ নেতা ফজলুল হক ফজলু, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা শ্রমিকলীগের সভাপতি কাউন্সিলর আসাদ হোসেন মক্কু ভাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, বর্তমান সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন  আ’লীগ নেতা ও ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদূদ হোসেন, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান আলী বাকর খাঁন (হাসনাইন), হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির প্রমূখ।

এছাড়াও জেলা ও উপজেলা এবং পৌর আ’লীগের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com