শোক সংবাদ : মেম্বার আব্দুল লতিফ তুতার ইন্তেকাল

কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ তুতার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃতুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৩০ সেপ্টম্বর বৃহস্পতিবার মরহুমকে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের আমীর সেলিম উদ্দিনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, মেম্বার আব্দুল লতিফ তুতাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। তার নেক আমলসমুহ কবুল করুন এবং তার কবরকে প্রশস্ত করে দিন। তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
আব্দুল লতিফ তোতা বৃহস্পতিবার সকাল ৫ টা ৩৩ মিঃ সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ব্রাক্ষণবাজার ইউনিয়নের সদস্য (মেম্বার) এর দায়িত্ব পালন করেছেন। –প্রেস রিলিজ
মন্তব্য করুন