শ্রীমঙ্গলের মতিগঞ্জে অ*গ্নিকা*ণ্ডে কাতার প্রবাসীর মৃ*ত্যু

May 3, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে উপজেলার  মতিগঞ্জ বাজার এলাকায় সিগারেট থেকে ঘরে আগুন লেগে কাতার প্রবাসী দরছ মিয়া মামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ১ মে রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত দরছ আহমেদ (৬৫) এসময় ঘরের দু’তলার একটি রুমে অবস্থান করছিলেন। দরছ আহমেদ কাতার প্রবাসী ছিলেন। তিনি  দীর্ঘদিন থেকে প্যারালাইজড অবস্থায় বাড়িতেই অবস্থান করতেন। বাড়ির লোকজন একটি বিয়েতে শ্রীমঙ্গল শহরে ছিলেন। দরছ আহমদের ধুমপানের অভ্যাস ছিল। পুলিশ ধারণা করছে অসাবধানতা বশত সিগারেটের আগুন থেকে ঘরে আগুন লাগতে পারে। আগুনের সংবাদ পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে এবং দরছ মিয়াকে উদ্ধার করে স্থানীয় লোকজন তাকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com