শ্রীমঙ্গলে অসহায় শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার ১৬ জানুয়ারি বিকালে ইন্টারন্যাশনাল হোয়াটস অ্যাপ গ্রুপ সেতুবন্ধনের(সামাজিক সংগঠন) অর্থায়নে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। দ্বারিকা পাল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এম.এ. রহিম, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, সেতুবন্ধনের প্রাবাসী সদস্য আবু বক্কর সিদ্দিক মোহন, শ্রীমঙ্গল উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আফজল হক প্রমুখ। এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উল্লেখ্য, এসময় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন