শ্রীমঙ্গলে আলুর দাম নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবসায়ী সমিতির বৈঠক
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে আলুর দাম নিয়ন্ত্রণে স্থানীয় আলু ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক করেছে ব্যবসায়ী সমিতি।
শনিবার ১৬ সেপ্টেম্বর দুপুর ২ টায় শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা শ্রীমঙ্গল পাইকারী বাজারের আলু ব্যবসায়ীদের সাথে এ বৈঠকে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্য আমজাদ হোসেন বাচ্চু। বৈঠকে বর্তমান বাজারে সরকারের বেঁধে দেয়া দামে আলু বিক্রির উপর জোর দেয়া হয়।
বেঁধে দেয়া দামে আলু বিক্রি ও বাজার মনিটরিং-এর মাধ্যমে আলুর দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন জেলা প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আহবান জানান।
শনিবার ১৬ সেপ্টেম্বর শ্রীমঙ্গল বাজারে প্রকার ভেদে আলু খুচরা পর্যায়ে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সরকারি ভাবে আলুর দাম কেজি প্রতি ৩৫ থেকে ৩৬ টাকা বেধে দেয়া হলে কোথাও এই দরে আলু পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ক্রেতারা আলুর দাম নিয়ে করসাজি হচ্ছে এমন অভিযোগ করে বলেছেন, ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে আলু বাজারে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে।
মন্তব্য করুন