শ্রীমঙ্গলে ইয়াবা ও মোটর সাইকেল সহ তিন মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৯

June 3, 2017,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলস্থ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গালর্স স্কুল এন্ড কলেজ এলাকা থেকে ইয়াবা ও মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী’কে আটক করে।
বৃহস্পতিবার ১ জুন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক সংলগ্ন শ্রীমঙ্গল রেসিডেন্সিয়াল মডেল গালর্স স্কুল এন্ড কলেজ এলাকা থেকে ২২০ পিছ ইয়াবা ও ১টি মোটর সাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে- আঃ আহাদ (৪৫), পিতাঃ মৃত আঃ সালাম, গ্রাম- রাজাপুর, পুলক দেব (২২), পিতা-সুজিত দেব, টিংকু দেব (২৬),পিতা-কটন দেব, উভয় গ্রাম- ইউসুফপুর , সর্ব থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। বিভিন্ন সূত্রমতে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকায় ত্রাস হিসেবে ও পরিচিত, তাদেরকে গ্রেফতার করায় স্থানীয় জনগন স্বস্তি প্রকাশ করেছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে গোপনে মাদক ব্যবসা করিয়া আসিতেছে। উদ্ধাকৃত মোটর সাইকেল ও গ্রেফতারকৃত আসামীদের মৌলভীবাজর জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, জঙ্গি দমন, সন্ত্রাস দমন, অপরাধীকে গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার, মানব পাঁচারকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com