(ভিডিওসহ) শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপিকে দুই শতাধিক গাড়ি বহরে এগিয়ে নিয়ে আসে তার সমর্থকরা

November 26, 2018,

বিকুল চক্রবতী॥ আওয়ামীলীগ  নেতারা ঢাকা থেকে দলীয় মনোনয়ন নিয়ে মৌলভীবাজারের নির্বাচনী এলাকায় আসলে তাদের শুভানুধায়ী ও সমর্থকরা ফুলদিয়ে উৎসব মুখর পরিবেশে বরণ করেনেয়।
২৬ নভেম্বর সোমবার প্রথমে মৌলভীবাজার-৪ আসন শ্রীমঙ্গল-কমলগঞ্জ এর আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার পথে মৌলভীবাজার জেলার সীমান্তে হবিগঞ্জের মুছাই নামক স্থানে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় দলীয় নেতাকর্মীরা।
পরে প্রায় দুই শতাধিক গাড়ী বহরের শোভাযাত্রা করে নেতাকর্মীরা তাকে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসে। এ সময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে গাড়িতে দাড় করিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মী ও এলাকাবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এ সময় উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি জানান, নির্বাচনী আচরণ বিধির কারনে তিনি নির্বাচনী বক্তব্য না দিয়ে সবাইকে শুধু শুভেচ্ছা জানাচ্ছেন।
এর পর তিনি শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বর থেকে পায়ে হেঁটে রামকৃষ্ণ মিশন রোডস্থ তার বাসায় যান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com