শ্রীমঙ্গলে এক্সটা মোহরীদের স্কেল ভুক্ত করার দাবীতে মানবন্ধন ও ৫ দিন পূর্ণ কর্ম বিরতি
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারে নকল নবিসদের চাকুরী স্থায়ী করণের দাবীতে রোববার থেকে শুরু হয়েছে ৫দিন ব্যাপী কর্মবিরতী ও মানবন্ধন কর্মসূচী।
২৪ এপ্রিল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাবরেজিষ্টার অফিসের প্রাঙ্গনে কর্ম বিরতিতে অংশ নেয়া নকল নবিসরা মানববন্ধন করে তাদের একদফা এক দাবী উত্তাপন করেন। মানবন্ধনে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল নকল নবিস সমিতির সভাপতি আবুল কালাম আজাদ। মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মৌলভীবাজার জেলা নকল নবিস সমিতির সভাপতি ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক মিন্টু দেব, আব্দুল আহাদ, মির্তুঞ্জয় সরকার ও চঞ্চল দত্ত।
বক্তারা বলেন ১৯৭৩ সালে বঙ্গবন্ধু এক্সটা মোহরীদের স্থায়ী করণের আইন প্রনয়ন করলেও ৭৫ সালে রাষ্ট্র ক্ষমতালোভী কুলাঙ্গারদের হাতে বঙ্গবন্ধু নিহত হলে এ বিষয়টিকে আর কেউ গুরুত্ব দেননি। তাই বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে তারা পুণর্বার এই দাবী উত্তাপন করছেন। তারা জানান আগামী ২ মে পর্যন্ত তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।
মন্তব্য করুন