শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্তমানবতার সেবায় গঠিত বেলী পুষ্প শিশু ও সমাজ পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার সিন্দুরখাঁন ইনিয়নের বেলতলি এলাকায় এ সংবর্ধনা,খতমে কোরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সিন্দুরখাঁন ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেন্দি মিয়া। উক্ত সংস্থার পৃষ্ঠপোষক মাওলানা মুজিবুর রহমান আল-মাদানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজী আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিন্দুরখাঁন ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার জাহিদুল ইসলাম, সাংবাদিক প্রিতম পাল, বেলী পুষ্প শিশু ও সমাজ পর্যবেক্ষণ সংস্থার শিক্ষা প্রকল্পের পৃষ্ঠপোষক শাহজান কবির, সাংবাদিক নাজিমুল হক শাকিল প্রমুখ। এসময় সিন্দুরখাঁন ইউপির বেলতলী এলাকা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন