শ্রীমঙ্গলে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

January 7, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পিস নতুন সোয়েটার ও ১ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ও শনিবার দু’দিন ব্যাপী উপজেলার সাতগাঁও গান্ধিছড়া, আমরইল, হুগলিয়াছড়া, রাজঘাট, পুটিয়াছড়া, শিশিলবাড়ি, ফুলছড়া, কাকিয়াছড়া, বুড়বুড়িয়াছড়া, মাঝের গাও, কুঞ্জবন বস্তি, ভাড়াউড়া চাবাগান বস্তি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এসব কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের কর্ণধার ও শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের প্রদীপ কুমার দত্ত, বনমালী মন্ডল, স্বপন কুমার দাশ, কেশব রায়, রাধেশ্যাম ঘোষ, সজীব কুমার, আনন্দ প্রামানিক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জহর তরফদার, সদর ইউপি সদস্য মোঃ শাহজাহান, সাংবাদিক সঞ্জয় কামার দে, রাজঘাট ইউপি সদস্য সেলিম আহমেদ, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু, এডভোকেট এ এস এম আজাদুর রহমান, ডা. হরিপদ রায়, অজয় দেব,মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বিকুল চক্রবর্তী ও সুব্রত চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •