শ্রীমঙ্গলে গৃহবধু সাবানা হত্যার ঘটনায় আরো ২ আসামী আটক
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে গৃহবধু সাবানা হত্যার ঘটনায় আরো ২ আসামী আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, শ্রীমঙ্গল পূর্ব লৈয়ারকুল এলাকায় ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্য করা গৃহবধু সাবানা হত্যা মামলায় আজ ভোরে ফারুখ মিয়া নামে এজাহার ভুক্ত এক আসামীকে মৌলভীবাজারের জগন্নাথ পুর থেকে গ্রেপ্তার করেন। একই রাতে শ্রীমঙ্গল সিন্দুর খান ইউনিয়নের পাইক পাড়া থেকে মুহিবুর রহমান অমৃত নামে আরও এক আসামীকে আটক করেন। এর আগে ঘটনার দিন বিকেলে নাজমিন আক্তার, হাসি বেগম ও আলী ইসলাম নামে আরও তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত ৭ এপ্রিল দুপুরে বাড়ির পানি নিষ্কাশন সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাই ও তার স্বজনদের হাতে নৃশংস্ব ভাবে খুন হন জয়নাল মিয়ার স্ত্রী সাবানা বেগম (৩০)। এ ঘটানায় ১৪ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হেলাল মিয়া।
মন্তব্য করুন