শ্রীমঙ্গলে চায়ের সপ্তম নিলাম অনুষ্ঠিত, কমেছে বিক্রি

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে মৌসুমের সপ্তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ধস নেমেছে চা বিক্রি। চায়ের গুনগতমান এবং নতুন মূল্য নির্ধারণ নিলাম ধসের কারণ বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ২৫ জুন সকাল ১০টায় শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে নিলামে মোট ১ লক্ষ ২৫ হাজার ৩৩ কেজি চা তোলা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৭ লক্ষ ৭ হাজার টাকা। নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রীনলিফ চা বাগানের গ্রীন টি ১৪৫০টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। আর ন্যাশনাল টি কোম্পানির পার্থখলা ও প্রেমনগর বাগানের ব্ল্যাক-টি বিক্রি হয়েছে প্রতি কেজি ২৭১ টাকা দরে।
র্বোকাররা ও বায়ার জানান, সরকার ২য় দফায় চায়ের দাম বাড়িয়েছে। এতে নিলামে প্রভাব পড়েছে।
তারা বলছেন, সিলেট এবং চট্রগ্রামের চায়ের মূল্য ৮৫টাকা বাড়িয়ে ২৪৫ টাকা করা হয়েছে। পঞ্চগড়ের সমতলের বাগানগুলোর চা ১০ টাকা কেজিতে বাড়িয়ে ১৭০টাকা নির্ধারণ করা হয়েছে। গড়ে প্রতি কেজি চা ২৯০ থেকে ৩০০ টাকা হওয়াতে নিলামে বিক্রি কমার কারণ বলে জানান।
আগের ৬ষ্ট নিলামে ৫টি বোকার্স হাউজের ১ লক্ষ ১৪ হাজার কেজির উপরে চা নিলামে তোলা হলেও বিক্রি হয়েছিল ২১ হাজার ৫৮৯ কেজি। ৯ হাজার ২২৮ কেজি চা অবিক্রিত থেকে যায়। চায়ের গুনগতমান উন্নত করার দিকে নজর দিচ্ছেন বলে জানান বাগান মালিকরা।
মন্তব্য করুন