শ্রীমঙ্গলে চা শ্রমিক বাহী পিকআপ ভ্যান উল্টে নিহত ২, আহত ৮

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় চা শ্রমিক বাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসাপালে প্রেরণ করা হয়েছে।
সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ৩ মার্চ সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই ভাঙ্গা নামক স্থানে আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে পিকআপের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে হাসাপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধন দাসের পুত্র চা শ্রমিক বিশাল দাস এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র চা শ্রমিক হৃদয় রবি দাস। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন