শ্রীমঙ্গলে চা শ্রমিক বাহী পিকআপ ভ্যান উল্টে নিহত ২, আহত ৮ 

March 3, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের  শ্রীমঙ্গল সাতগাঁও এলাকায় চা শ্রমিক বাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসাপালে প্রেরণ করা হয়েছে।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ৩ মার্চ সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই ভাঙ্গা নামক স্থানে আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে পিকআপের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থল থেকে আহত ১০ জনকে উদ্ধার করে হাসাপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধন দাসের পুত্র চা শ্রমিক বিশাল দাস এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র চা শ্রমিক হৃদয় রবি দাস। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। এরমধ্যে গুরুতর আহত ৬ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com