শ্রীমঙ্গলে চোরাই ট্রান্সফরমারের মালামালসহ ২ জন গ্রেফতার

January 15, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের মালামালসহ চুরির সাথে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জানুয়ারি সন্ধ্যায় এসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থাকার একটি টিম শ্রীমঙ্গল শহরের মুক্তা মার্কেট থেকে আসামিদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন  শিপন মিয়া (৩০) এবং লাভলু মিয়া(২৭)।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি দিবাগত রাতে শ্রীমঙ্গলের বালিশিরা পুঞ্জি (জেরিন চা বাগান) থেকে অজ্ঞাত চোরচক্র একটি ১০ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে। এই ঘটনায় ১৪ জানুয়ারি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানয় একটি মামলা রুজু হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনার পর থেকেই চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে। বিভিন্ন জায়গায় অভিযানের পর গতকাল বিকেলে শ্রীমঙ্গল শহরের মুক্তা মার্কেট থেকে সন্দিগ্ধ হিসেবে আসামি শিপন মিয়াকে আটক করে। শিপন মিয়াকে জিজ্ঞাসাবাদে সে উক্ত চুরির ঘটনায় জড়িত আছে বলে স্বীকার করে এবং তার সহযোগী হিসেবে লাভলু মিয়ার নাম উল্লেখ করে। পরে গতকাল সন্ধ্যায় অভিযান পরিচালনা করে  আসামি লাভলু মিয়াকেও গ্রেফতার করা হয়।

আসামিদের দেওয়া তথ্যমতে ১নং আসামী শিপন মিয়াকে সাথে নিয়ে তাদের দেখানো মতে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৩নং সাতকাপন ইউনিয়নের মুককান্দি গ্রামের ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে জনৈক সালাউদ্দিন মিয়ার ভাড়া বাসা থেকে চুরি হওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের খালি ড্রাম এবং ৬ কেজি তামার তার উদ্ধার করা হয়।

আজ সকালে আসামিদের বিজ্ঞ আদালতে হাজির করলে তারা ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com