শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি পালিত

এহসান বিন মুজাহির\ শ্রীমঙ্গলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, র্যালি, মাছের পোনা অবমুক্তসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার ৩১ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফারাজুল কবির। আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন, প্রাণি সম্পদ কর্মকর্তা কর্ন চন্দ্র মল্লিক, প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন খাঁন, উপজেলা মৎসজীবি লীগের সভাপতি আশিকুর রহমান, বড়গাঙ্গিনা সম্পদ ব্যবহারকারী সংগঠনের সম্পাদক মিন্নত আলী, সাবেক সভাপতি পিয়ার আলীসহ মৎসজীবি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার শুরুতে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি সংগঠনকে ক্রেস্ট (সম্মাননা স্মারক) প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
মন্তব্য করুন