শ্রীমঙ্গলে তিনদিনব্যাপী প্রাণের বই মেলা শুরু :  প্রথম দিনে “ভালোবাসার অশ্রুজল” উপন্যাস এর মোড়ক উন্মোচন

February 21, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পৌর শহীদ মিনার প্রাঙ্গনে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। মেলা শুরু হওয়ার পর থেকে মেলায় স্থানীয় দর্শনার্থীদের হয়। মেলার আয়োজক মনোজ কান্তি দত্ত জানান, মফস্বল থেকে অধিকাংশ মানুষই ঢাকায় কেন্দ্রীয় বই মেলায় যেতে পারেন না। তাই মফস্বলের পাঠকদের হাতের কাছে বই পৌছে দিতে তারা এই মেলার আয়োজন করেছেন।

এম কে দত্ত পাবলিকেশন ফোরামের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় বই মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিনেন্দু ভৌমিক, এম কে দত্ত পাবলিকেশনের প্রকাশক মনুজ দত্ত, কবি ও লেখক নৃপেন্দ্র লাল দাশ, কবি ও লেখক দীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, কবি জহিরুল মিঠু।

বই মেলার প্রথম দিনে প্রপেসর অধ্যপক নৃপেন্দ্র লাল দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি ডা.সমিরণ দাশ এর লিখা উপন্যাস ‘ ভালোবাসার অশ্রুজল’ এর মোড়ক উন্মোচন করেন। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল কিশোরী ক্লাব, শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমী, নৃত্যালয়, নৃত্যবীণাসহ বিভিন্ন সংগঠনের শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন কমিটির অপর সদস্য ডা: বিনেন্দু ভৌমিক জানান, বই মেলা বাঙ্গালীর প্রাণের মেলা। আকাশ সংস্কৃতির যুগে মানুষ বই এর প্রতি আগ্রহ হারাচ্ছে। বিশেষ করে বই এর প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে তারা ৩দিনব্যাপী এই মেলার আয়োজন করেন।

আগামী ২২ ফেব্রুয়ারী বই মেলার সমাপ্তি করা হবে বলে জানান অপর আয়োজক বিকুল চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com