শ্রীমঙ্গলে প্রথমবার ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমায় আরাধনা

February 3, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল ধান দিয়ে তৈরি ২১ ফুট উচ্চতার বিদ্যাদেবী সরস্বতী প্রতিমায় এবার সরস্বতী পুজা হচ্ছে শ্রীমঙ্গলে। প্রথমকারের মতো ২১ ফুট উচ্চতার প্রতিমাটি তৈরি করেছেন উদয় পাল ও গৌর পাল। শহরতলীর লালবাগ এলাকার লালবাগ যুব-কিশোর সংঘের ২৫তম পুজা আয়োজনে ধান দিয়ে তৈরি অরূপ সরস্বতী প্রতিমা দেখতে স্থানীয় এবং বিভিন্ন এলাকার ভক্তের ভিড় জমায় পুজা মান্ডপে।

পুজা দেখতে আসা ভক্তরা বলছেন, ধান দিয়ে তৈরি প্রতিমা এর আগে কোনদিন দেখেননি। ধান ব্যবহার করে এতো সুন্দর প্রতিমা তৈরি করা যায় এটাও এই প্রথ দেখেছেন।

প্রতিমা দর্শন করতে আসা সমীরন ধর বলেন, ধান গেঁথে গেঁথে তৈরি করা সোনালি রঙের এ প্রতিমাটি যেনো জীবন্ত সরস্বতী। সুন্দর এ প্রতিমা দর্শনে মন জুড়িয়েছে।

প্রতিমা কারিগর উদয় পাল ও গৌর পাল জানান, শ্রীমঙ্গলে এই প্রথম আমরা ধান দিয়ে সরস্বতী দেবীর প্রতিমা তৈরি করেছি। প্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন এবং আমাদের কাজের প্রশংসা করছেন। মানুষের উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে অনেক ভালো লাগছে।

প্রতিমা কারিগররা আরও জানান, ধান দিয়ে ২১ ফুট উচ্চতার এ প্রতিমা তৈরি করতে সময় লেগেছে ৩০দিন। প্রতিমায় ৫০ কেজি ধানের ব্যবহার করে নিখুত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দর্য।

লালবাগ যুব সংঘের সভাপতি কৌশিক দত্ত জানান, সবাইতো নতুনত্ব চায়। তাই সেই চিন্তা থেকে এ বছর ধান দিয়ে ২১ ফুট উচ্চতার বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা বানিয়েছি। ধান দিয়ে তৈরি নতুন রূপের এ প্রতিমায় আরাধনা করে ভক্তরা প্রশান্তি লাভ করবেন বলে কৌশিক দত্তের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com