শ্রীমঙ্গলে বাংলাদেশ পুজা উদযাপন পরিদের সাধারণ সভা

September 28, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ সেপ্টেম্বর দুপুরে পৌরসভার শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি নাট মন্দিরে বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল বৈদ্য শচীর সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মো: মহসিন মিয়া মধু।

বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক শ্রীপদ দেব স্বাগত বক্তব্য দেন ও সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলী, বাংলাদেশ পুজা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, চয়ন কুমার রায়, আব্দুল জব্বার আজাদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন্দ্র লাল রায়, সম্পাদক সমীরণ সরকার, বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, সাবেক সিভিল সার্জন ডা. সক্যকাম চক্রবর্তী, দেবাশীষ সেন গৌতম, বাংলাদেশ পুজা পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী শিখাসহ ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি- সম্পাদকসহ সনাতনী ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com