শ্রীমঙ্গলে বিএনপির চাঙ্গাভাব, দৃশ্যপটে নেই আওয়ামী লীগ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের মা’ম’লা, হা’ম’লা এবং হ’য়’রা’নি’র শি’কা’র হয়ে মাঠে সক্রিয় হতে না পারা বিএনপি আবার চাঙ্গা হয়ে উঠেছে। দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন প্রান্তে মি’টিং-মি’ছি’ল করে দল গোছানোর কাজে ব্যস্তসময় পার করছেন।
গত ৫ আগস্ট গ’ণ’অ’ভ্যু’ত্থা’নে’র পর শেখ হাসিনার সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গে সারাদেশে বিএনপির পুনরুত্থান দেখা গেছে। শ্রীমঙ্গলও এর ব্যতিক্রম নয়। নেতাকর্মীরা দলকে সুসংগঠিত করতে মাঠে কাজ করছেন। কেউ নতুন কমিটিতে আসার জন্য লবিংকরছেন, আবার কেউ কেন্দ্রের নির্দেশনা মেনে নিজ নিজ অবস্থান থেকে দলের জন্য কাজ করছেন।
বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সদস্যরা স্থানীয় পর্যায়ে মিটিং-মি’ছি’লে’র মাধ্যমে তাদের শ’ক্তি প্রদর্শন করছেন। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের কার্যক্রম আরও তীব্র হচ্ছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে তারা দলের সংগঠনকে মজবুত করার পাশাপাশি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, শ্রীমঙ্গলে আওয়ামীলীগের পরিস্থিতি একেবারে ভিন্ন। ৫ আগস্টের গ’ণ’অ’ভ্যু’ত্থা’নে’র পর আওয়ামীলীগের নেতাকর্মীদের অনেকেই দৃশ্যপটে নেই। শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদসহ দলের নেতাদের নামে একাধিক মা’ম’লা দায়ের হয়েছে। পুলিশি অ’ভি’যা’নে’র ফলে আব্দুস শহীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় এবং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউসুফ আলী সহ অনেকেই গ্রে’ফ’তা’র হয়েছেন।
গ্রে’ফ’তা’র আ’ত’ঙ্কে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী গা ঢাকা দিয়েছেন। তাদের অনেকে শহরে আসার সাহস পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য যেসব উদ্যোগ নেওয়া হচ্ছিল, সেগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে।
বিএনপির পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরা ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে সক্রিয় হয়েছে। তাদের মিটিং-মিছিলের মাধ্যমে রাজনৈতিক মাঠে অবস্থান জানান দেওয়ার চেষ্টা চলছে। এতে শ্রীমঙ্গলে রাজনৈতিক উ’ত্তে’জ’না আরও বাড়ছে। এদিকে জাতীয়পার্টি মাঠে নেই বললেই চলে।
শ্রীমঙ্গলের সাধারণ জনগণ এই রাজনৈতিক পালাবদলকে ভিন্নভিন্ন দৃষ্টিতে দেখছেন। কেউ মনে করছেন, বিএনপির সক্রিয়তা নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে, আবার কেউ আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রে’ফ’তা’র এবং অনুপস্থিতি নিয়ে শ’ঙ্কি’ত। স্থানীয় রাজনৈতিক ভা’র’সা’ম্যে’র অভাব শ্রীমঙ্গলের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর কী প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন।
শ্রীমঙ্গলের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উ’ত্ত’প্ত হয়ে উঠছে। বিএনপি এবং জামায়াতের স’ক্রি’য়’তা এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের অনুপস্থিতি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে। আগামী নির্বাচন শ্রীমঙ্গলের রাজনীতিতে বড়ধরনের পরিবর্তন আনতে পারে। তবে এই অ’স্থি’র তার মাঝে ও জনগণের প্রত্যাশা, রাজনীতির এই পালাবদল শ্রীমঙ্গলের উন্নয়নে ই’তি’বা’চ’ক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন