শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

October 7, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিট পুলিশিং সভা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
বুধবার ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে উপজেলার কালাপুর ইউনিয়নের হাজিপুর বাজারে বিট পুলিশিং সভা এবং মাদক বিরোধী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই আলমগীর হোসেন, এএসআই সারোয়ার হোসেন, ইউপি সদস্য ফজর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শহীদ প্রমুখ। এছাড়াও এসময় স্থানীয় মুরুব্বী সহ পাঁচ শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশে এবং (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান এর দিক নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করতে দিনরাত কাজ করে যাচ্ছে থানা পুলিশ। মাদক নির্মূলের লক্ষ্যে উপজেলার প্রতিটি এলাকায় প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।তিনি আরো বলেন সবাই সহযোগিতা করলে শ্রীমঙ্গল উপজেলা মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com