শ্রীমঙ্গলে বিষামনি বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাদক, জুয়ার বিরুদ্ধে সাধারণ জনগণকে আসন্ন দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ সেপ্টেম্বর উপজেলার ৩নং সদর ইউনিয়নের বিষামনি বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া, বিষামনি বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, বাজার ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বিষামনি বাজারে দোকান চুরির ঘটনা বন্ধে স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া এলাকায় মাদক, জুয়ার বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করে আসন্ন দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।
যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করা হয়।ৃ
মন্তব্য করুন