শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী অভিযান : ১লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায়

May 27, 2016,

সৈয়দ ছায়েদ আহমদ॥  শ্রীমঙ্গলে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে তিন প্রতিষ্ঠান থেকে ১লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় আদালতের নির্দেশে দুটি প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ করে সিলগালা করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল শহরের এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, শহীদুল হক ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নুরুল হুদা এর নেতৃত্বে অভিযানে স্থানীয় পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের কলেজ রোডে অবস্থিত প্রিয়া আইসক্রীম ফ্যাকক্টরীকে ২০ হাজার টাকা জরিমানা, মৌলভীবাজার রোডস্থ ফাল্গুনী আইসক্রীমকে ৫০ হাজার টাকা এবং মিথ্যা নাম দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করে ভেজাল সেমাই প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে লোকনাথ বানিজ্যালয়কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ফাল্গুনী, প্রিয়া আইসক্রীম ও লোকনাথ বানিজ্যালয়ের সব মালামাল জব্দ করেন ভ্রাম্যমানা আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com