শ্রীমঙ্গলে মহিলা সমাবেশ ও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর শনিবার দুপুরে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সর্ম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
নারী নেত্রী শিক্ষিকা আলপনা রায়ের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, অপর্ণা ভট্টাচার্য্য ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার। এ সময় স্বাগত বক্তব্যদেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা, ইনার হুইল ক্লাবের নেতা দিল আফরোজ রোহিন, শিক্ষিকা রহিমা বেগম ও অনিতা দেব।
এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকাসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। পরে সকল অতিথিদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্ম দিনের কেক কাটেন উম্মে ফারজানা।
মন্তব্য করুন