শ্রীমঙ্গলে যাত্রা শুরু করলো জুম রিসোর্ট এন্ড ইন্ডিজিনিয়াস ফুডস

October 20, 2018,

শ্রীমঙ্গলপ্রতিনিধি॥  নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টায়  আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চা-বাগান, ঝর্ণা আর বনভূমির আদর লালিত নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলের আরশি নগর পাহাড় বেষ্টিত এলাকায় মনোরম প্রাকৃতিক পরিবেশে জুম রিসোর্ট এন্ড ইন্ডিজিনিয়াস ফুডস। এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, সারগাম এর অধ্যক্ষ বুলবুল এনাম, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ এর সভাপতি সাইদুর রহমান সুজাত প্রমুখ।

এছাড়াও স্থানীয় লোকজন ও বিভিন্ন প্রিন্ট- ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

জুম রিসোর্ট এন্ড ইন্ডিজিনিয়াস ফুডস এর স্বত্তাধীকারী তাপস চাকমা জানান এখানে  আদিবাসী খাবারের মধ্যে বেম্ব রাইস, বেম্ব চিকেন, কলার পিঠা, শান্তি পিঠা, মুন্দিসহ আদিবাসীদের সব ধরনের খাবার থাকবে। এবং পর্যটকদের রাত্রিযাপনের জন্য রিসোর্টও তৈরীর পরিকল্পনা ও কাজ চলছে। আগামী ১- ২ মাসের মধ্যে রিসোর্ট চালু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com