শ্রীমঙ্গলে শিশুদের সুন্দর লিখা, চিত্রংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লিখা, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৪ মার্চ উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে পরিষদের হলরুমে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মানসম্মত শিক্ষা-স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, প্রাথমিক শিক্ষা অফিসার জাফর আল ছাদেক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন