শ্রীমঙ্গলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

June 3, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্ভবনা ও প্রতিবন্ধকতা বিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা হলরুমে আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।

উপজেলা প্রশাসক ও উপজেলা সমাজসেবা কার্যালয় শ্রীমঙ্গলে আয়োজনে সেমনিারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর, মৌলভীবাজার এর উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো উপস্তিত ছিলেন কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় পচিালিত বিভিন্ন ভাতা প্রকৃত উপকারভোগীদের মাঝে যাতে সঠিক ভাবে বিতরণ করা হয় এবং সকারের নতুন নির্দেশনা বাস্তবায় হয় সে পরামর্শ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com