শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

January 23, 2025,

প্রতিনিধি শ্রীমঙ্গল : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যের মধ্যদিয়ে  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ২৪ তম,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান ও বিশেষ অতিথিরা।

 বৃহস্পতিবার ২৩ জানুয়ারী সকাল ১০ টায় শহরের দেববাড়ি এলাকার সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় মাঠে  স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, শরীরচর্চা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেন্ট মার্থাস হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার, সংগীতা গমেজ আরএনডিএম, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেন্ট যোসেফ চার্চের পাল পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ,সি,এস,সি,  বিশেষ অতিথি ছিলেন সেন্ট মার্থাস কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা, অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা,ও হুমায়ূন কবির চৌধুরী।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com