শ্রীমঙ্গলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন’ শরবত পান করিয়ে অনশন ভাঙ্গালেন উপজেলা চেয়ারম্যান

October 23, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গণ অনশন- গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই স্লোগান সামনে রেখে ২৩ অক্টোবর শনিবার দুপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে শ্রীমঙ্গল উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।
কর্মসূচির মধ্যে ছিল, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গণ অনশন, গণ অবস্থান, এবং বিক্ষোভ মিছিল।
শহরের হবিগঞ্জ সড়কে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের, শ্রীমঙ্গল উপজেলা শাখা, সদর ইউনিয়ন শাখা ও মহিলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা কর্মসূচিতে অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায়, সদস্য সচিব সমীরন সরকার, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক দিপক ধর পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুশীল শীল, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।
কর্মসূচির খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায় ও শ্রীমঙ্গল থানার পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন রামকৃষ্ণ মিশনে এসে অনশনকারীদের আলোচনা করেন। এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দেন। পরে উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় ও শ্রীমঙ্গল থানার পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন অনশনে উপস্থিত নেতৃবৃন্দদের শরবত পান করিয়ে অনশন ভাঙ্গানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com