শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

May 28, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : “শিশু থেকে প্রবীণ” পুষ্টিকর খাবার সর্বজনীন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার ২৮ মে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু বের হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. বিশ্বজিৎ দেব এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো: মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার, ডেন্টাল সার্জন ডা. মো: জোবায়ের খান, স্বাস্থ্য পরিদর্শক

আব্দুস শহিদ, নার্সিং সুপাভাইজার রীতা রানী দাস, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক নিশিকান্ত দেব এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির।

সভায় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর বিনয় সিং, সাংবাদিক ইসমাইল মাহমুদ, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী মো: নুর আলম কয়েছ, ক্যশিয়ার মো: জাবেদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছমা আক্তার, নার্সিং সুপারভাইজার বশিরুন নেছা প্রমুখ। আগামী ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ কার্যক্রম চলবে।

সভায় বক্তারা পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখার আহবান  জানান। এছাড়া খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখা, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করা, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখা, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন ১টি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ অমিষ জাতীয় খাবার প্রদান, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার গ্রহণের প্রতি গুরুত্বারুপ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com