শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার
May 29, 2024,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।
২৯ মে বুধবার পুলিশ সুপার ভোট কেন্দ্র এবং নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েনকৃত অফিসার–ফোর্সের ডিউটি তদারকি করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন