শ্রীমঙ্গল এলাকা থেকে বিদেশী মদ’সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাব-৯

স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ১২ সেপ্টেম্বর রবিবার শ্রীমঙ্গলে পৌরসভার ১ নং ওয়ার্ডের অন্তগত ‘কুমিল্লা পেড়া ভান্ডারʾ নামক মিষ্টির দোকানের এলাকায় পাঁকা রাস্তার উপর থেকে অভিযান চালায় ৮টি বোতল বিদেশী(1. IMPERIAL BLUE SUPERIOR GRAIN WHISKY 750 ml = 07 pcs 2. ROYAL GREEN DELUXE BLENDED WHISKY 750 ml=01pcs)মদসহ গ্রেফতার করা হয়।
তপন (৪২) পিতা-মৃত মন বাহাদুর, সাং-খাকিয়াচড়া চা বাগান, থানাঃ শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে । পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ২৪ (ক) ধারায়মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীও জব্দকৃত আলামত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন