শ্রীমঙ্গল মীর্জাপুর ও ভূনবীর ইউনিয়নে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পাটির ৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

September 23, 2020,

বিকুল চক্রবতী॥ উৎসব মূখর পরিবেশে শ্রীমঙ্গল উপজেলার দুই ইউনিয়নের  আওয়ামীলীগ বিএনপি, জাতীয় পাটি ও সতন্ত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

২৩ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে বিকেল  পর্যন্ত ভুনবীর ইউনিয়নে ৬জন ও মীর্জাপুর ইউনিয়নে ৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। একই সাথে মীর্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জন্য ৬জন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র জমাদেন।

ভূনবীর ইউনিয়নে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কাছ থেকে নৌকার মনোনয়ন নিয়ে নমিনেশন পেপার জমা দেন প্রাক্তন চেয়ারম্যান মো: আব্দুর রশিদ। সতন্ত্র প্রার্থী হিসেবে প্রাক্তন ইউপি চেয়ারম্যান ডা: আবুল বাশার, জাতীয় পাটি থেকে  মো: কবির আহমদ, সতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা বদরুল আলম শিপলু, সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান  চেরাগ আলীর ছেলে কাওছার আহমদ ও জলিল আহমদ মনোনয়নপত্র জমা দেন।

মীর্জাপুর ইউনিয়ন থেকে নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নমিনেশন পেপার জমা দেন মীর্জাপুর যুবলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব চন্দ্র দেব, দল থেকে ধানছড়া প্রতীক নিয়ে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি প্রাথী মো: সুফি মিয়া ও সতন্ত্র প্রার্থী শফিকুর রহমান।

মনোনয়ন দাখিলের সময় আওয়ামীলীগ প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক বর্তমান শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আছকির মিয়া, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জগৎজীবন ধর শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেনসহ দুই ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতারা। এ ছাড়াও মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি ও জাতীয় পাটির প্রার্থীর সাথে স্ব স্ব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী ছাড়াও মীজাপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন বিজয় কৃষ্ণ দেবনাথ, মো: ফারুক আহমদ, মো: জাহিদ মিয়া, মো: জসিম মিয়া, উত্তম দাশ ও মো: কলিম উল্লা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম জানান,  উপজেলার মীর্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী, ৯নং ওয়ার্ডের সদস্য কানাই দেবনাথ ও ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান চেরাগ আলীর মৃত্যুতে এ আসন গুলো শূন্য ঘোষনা করে আগামী ২০ অক্টোবর নির্বাচন দেন নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com