শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে রক্তের গ্রুফ নির্ণয় ও রক্তদান কর্মসূচী

September 22, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে একের পর পর এক শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে রক্তের গ্রুফ নির্ণয় ও রক্তদান কর্মসূচী অভ্যাহত রেখেছে।
কর্মসূচীর ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে পর্যন্ত শ্রীমঙ্গল মতিগঞ্জস্থ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজে প্রায় দুই শাতাধিক ছাত্র/ছাত্রী ও কলেজ প্রভাষক, এবং অভিভাবকদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছেন।
পাশাপাশি সংগঠনের সদস্যরা মানুষকে রক্ত দানেও উৎসাহিত করে থাকেন। নিজেরাও নিয়মিত রক্ত দানকরেন। এছাড়াও সম্মিলিতভাবে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com