শ্রীহট্ট প্রকাশ-৩য় বই প্রদর্শনী আয়োজন

October 22, 2020,

প্রেসবিজ্ঞপ্তি॥ শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে ৩য় বারের মতো বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২১ শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী অফিস মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট-এ শ্রীহট্ট প্রকাশ ৩য় বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বই প্রদশর্নীতে ক্রেতারা বিশেষছাড়ে হজরত মুহম্মদ (সা.)/মুক্তিযুদ্ধ/মওলানা ভাসানী/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান/নাস্তিক-আস্তিক/বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর/ভারতের ইতিহাস কাঁপানো ঝান্সী রানি/পবিত্র হজ/কবিতা/সাইন্স ফিকশন/প্রবন্ধ/নারী/সামাজিক সমস্যা/ সালমান শাহ/সংস্কৃতি/গান/রাজনীতি/ইতিহাস/ শিশুতোষ/ছড়া/ গল্প/ রহস্য/সংস্কৃতি/রম্য প্রভৃতি বই ক্রয় করতে পারবেন। প্রতিদিন দুপুর ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
পাঠকরা শ্রীহট্ট প্রকাশ-এর অফিসিয়াল পেইজ facebook.com/srihotto.prokash অর্ডার দিয়েও ডাকযোগে বই সংগ্রহ করতে পারবেন। ০১৭১৬৯৭৩১৭৬ নম্বরে বিকাশের (মার্চেন্ট) টাকা পরিশোধের পর পাঠিয়ে দেওয়া হবে বই।
বার্তা প্রেরক
জিবলু রহমান
০১৭১৬৯৭৩১৭৬

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com