সংবাদ প্রকাশের পর সংস্কার হচ্ছে প্রেমনগর চা বাগানের ২ কিলোমিটার সড়ক

আব্দুল কাইয়ুম॥ পত্রিকায় সংবাদ প্রকাশের একবছর পর অবশেষে সংস্কার হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চাবাগান-কমলগঞ্জ সড়কের দুই কিলোমিটার রাস্তা। সদর উপজেলার মোকামবাজার থেকে কমলগঞ্জ উপজেলা পর্যন্ত বিস্তৃত রয়েছে এ সড়কের সংযোগস্থল । দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার কারনে বেশ ভোগান্তি পোহাতে হয় এই সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহনসহ স্থানীয় বাসিন্দাদের, তাই দীর্ঘদিন পর সড়কটি সংস্কার হওয়ায় জনমনে সস্থি দেখা গেছে।
জানা যায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান জাফর আহমদ গিলমান রাস্তাটি পূর্ণ সংস্কারের জন্য ৫২ লক্ষ টাকার টেন্ডার পায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কটি কার্পেটিং সহ সংস্কার করতে ইতি মধ্যে সড়কের বিভিন্ন অংশে সৃষ্ট বড় বড় গর্তসহ ভাঙ্গাচুরা অংশ ভরাট করছেন যুক্ত শ্রমিকরা, এর পর রোলার দিয়ে ভাঙ্গা অংশ সমান করা হচ্ছে।
মৌলভীবাজার সদর উপজেলা প্রকৌশলী মোঃ জহীর মেহেদী হাসান জানান প্রায় ২ কিলো ৮০ মিটার সড়ক কার্পেটিংসহ সংস্কার করা হবে। তিনি বলেন বর্ষার পূর্বেই সড়কটি সংস্কারের কাজ শেষ হবে।
উলে¬খ্যঃ সাবেক প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম, সাইফুর রহমানের প্রানান্তর প্রচেষ্টায় বিগত বিএনপি নেতৃত্তাধিন চারদলীয় জোট সরকারের শাসনামলে জেলার রাস্তাঘাট,অবকাটামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামীন জনপদে। তৈরি হয় নতুন নতুন রাস্তাঘাট। ঐ সময় এ সড়কটিতে নতুন করে কার্পেটিং সহ ব্যাপক সংস্কার করা হয়। এর পর আর সংস্কার করা হয়নি গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কটি। এ নিয়ে প্রেমনগর বাগান কর্তৃপক্ষসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এ নিয়ে মৌলভীবাজার থেকে প্রকাশিত পাতাকুঁড়ির দেশ পত্রিকা সহ অরো কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে রাস্তাটির বিষয়ে নজর পড়ে এলজিইডি কর্তৃপক্ষের। বর্তমানে সড়কটি সংস্কারের ফলে কমবে দীর্ঘদিনের জনভোগান্তি , ফীরে আসবে প্রাণচাঞ্চল্য।
মন্তব্য করুন