সড়ক দূর্ঘটনায় কমলগঞ্জে ১ পর্যটকের মৃত্যু-আহত ৬

September 30, 2024,

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়া নামক স্থানে অটোরিক্সা উল্টে আবু সাঈদ শাহীন (৪৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও ৬জন।

সোমবার ৩০ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে কমলগঞ্জ উপজেলা কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার মাগুরছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ শাহীন নোয়াখালি জেলার সুধারাম উপজেলার মাইজদী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কমলগঞ্জের লাউয়াছড়ায় ঘুরতে আসা পর্যটক আবু সাঈদ শাহীনসহ কয়েকজনের একটি দল কমলগঞ্জের মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও শ্রীমঙ্গলের বাইক্কা বিল ঘুরার জন্য একটি অটোরিক্সা চুক্তি করেন। রোববার শ্রীমঙ্গলের একটি হোটেল থেকে ওই অটোরিক্সা নিয়ে কমলগঞ্জের মাধবপুর লেক দেখার উদ্দেশ্যে বের হন। লাউয়াছড়া উদ্যানের মাগুরছড়া টাণিং পয়েন্ট অতিক্রমের সময় ব্রেক ফেল করে অটোরিক্সা উল্টে যায়। এসময়ে ডানপাশে থাকা আবু সাঈদ শাহীন গুরুতর আহত হন। পরে সহযোগীরা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সাঈদের পৈত্রিক বাড়ি নোয়াখালি জেলার সুধারাম থানার মাইজদী গ্রামে।

নিহত আবু সাঈদ শাহীন এর সহযোগী বন্ধু মো: আবুল হায়াত বলেন, আমরা ৬ বন্ধু দেশের বিভিন্ন জেলা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসি। হোটেল থেকে একটি টমটম ( অটোরিক্সা) নিয়ে কমলগঞ্জের উদ্যেশ্যে বের হই। মাগুরছড়া নামক এলাকায় আমাদের গাড়িটি ব্রেকফেইল করে উল্টে যায়। তখন গাড়ি থেকে আমরা ড্রাইভার সহ ৬জন পড়ে যাই। এসময় গুরুতর আহত হয় আবু সাঈদ শাহীন। তাকে স্থানীদের সহযোগীতায় মৌলভীবাজার নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আবু সাঈদ শাহীন এর স্ত্রী ও পরিবারের সদস্যরা দেশের বাড়ি থেকে মৌলভীবাজারের উদ্যেশ্যে রওয়ানা দিয়েছেন। তারা এখানে পৌছালে তার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এছাড়াও আমরা আহত ড্রাইভার ৬জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

কমলগঞ্জ থানার নবাগত ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তারা কমলগঞ্জে ঘুড়তে এসেছিল। মাধবপুর লেক ঘুড়ে যাওয়ার পথে মাগুরছড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। সেখান থেকে গুরুত্বর আবু সাঈদ শাহীনকে প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে আছে। আমরা নিহতের পরিবারের সাথে যোগাযোগ রাখছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com