সততা সংঘের সমাবেশ ও দূর্নীতি বিরোধী আলোচনা সভা

January 17, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২১জন শিক্ষার্থীর অংশগ্রহণে সততা সংঘের সমাবেশ ও দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এই সমাবেশ হয়।

১৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন স্বমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপ-পরিচালক মলয় কুমার সাহা। প্রধান অতিথি তাঁর বক্তব্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকল শিক্ষার্থীরা হলে দূর্নীত দমন কমিশনের শুভেচ্ছা দূত। সমাজ থেকে দূর্নীতি রুখতে হলে সবাইকে সচেতন হতে হবে। তোমরা কাউকে দূর্নীতি করতে দেখলে তাঁর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে সততা সংঘের মাধ্যমে। তোমাদের সকলের সচেতনতা ও সাহসী ভূমিকার মধ্য দিয়ে সুন্দর একটি দূর্নীতিমুক্ত সমাজ গড়তে হবে। প্রধান অতিথি দূর্নীতি দমন ও দূর্নীতি প্রতিরোধ বিষয় নিয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন স্বমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ এরশাদ মিয়া, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির ছাত্র বিষয়ক সদস্য কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। সমাবেশ শেষে কুলাউড়া উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১১ সদস্য বিশিষ্ট ১১টি সততা সংঘের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান উপস্থিত সকল শিক্ষার্থীর মধ্যে দূর্নীত দমন কমিশনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com