সদর উপজেলার ভোটাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে
January 9, 2019,

জনি বেগম॥ মৌলভীবাজার সদর উপজেলার যেসমস্ত ভোটাররা আগে স্মার্ট কার্ড পাননি বা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেননি তাদের মধ্যে ৩ দিনব্যাপী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মৌলভীবাজার নির্বাচন অফিস মৌলবীবাজার সদর অফিসে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে।
৭ জানুয়ারী সোমবার খলিলপুর, মনুমূখ, কামালপুর ও আখাইলকুড়া ইউনিয়ন, ৮ জানুয়ারী মঙ্গলবার কনকপুর, আমতৈল, আপারকাগাবলা ও নাজিরাবাদই উনিয়ন এবং ১০ জানুয়ারী বুধবার মোস্তফাপুর, গিয়াসনগর, চাঁদনীঘাট, একাটুনা ও মৌলভীবাজার পৌরসভা এর ভোটাদের মধ্যে স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে।
মন্তব্য করুন