সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীর পিতার কুলখানি অনুষ্ঠিত

April 16, 2017,

স্টাফ রিপোর্টার॥ লন্ডন প্রবাসি, চ্যানেল আই এর বার্তা সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সদস্য সাংবাদিক মুনজের আহমদ চৌধুরীর পিতা মৌলভীবাজার জেলা বারের প্রবীণ আইনজীবী এডভোকেট জামিল উদ্দিন চৌধুরী (৬২) এর কুলখানি অনুষ্ঠিত।
এ উপলক্ষে ১৫ এপ্রিল শহরের শমসের নগর সড়কস্থ বাসায় শুক্রবার বাদ জুম্মাহ মিলাদ মাহফিল, দোয়া ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য  ৭ এপ্রিল শুক্রবার সকালে মৌলভীবাজার শহরস্থ নিজ বাসা থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটো রিক্সার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
মঙ্গলবার ১১ এপ্রিল সকাল ৮ টার দিকে সিলেট থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে-জানাযা মঙ্গলবার বাদ এশা হযরত সৈয়দ শাহ মোস্তফার (রহ.) মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মাজার প্রাঙ্গণেই তাঁর দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com