সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন বড়লেখায় পূজামন্ডপে পুলিশ  সুপারের শুভেচ্ছা উপহার

October 24, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন দূর্গাপূজার মন্ডপে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন  মৌলভীবজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম) বার। ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে পুলিশ সুপারের পক্ষ থেকে বিভিন্ন পূজামন্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

দক্ষিণভাগ দেবস্থলি সার্বজনিন পুজামন্ডপে বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার মন্ডপ কমিটির সভাপতি বিমল কুমার দেব, সহসভাপতি অনুকুল চন্দ্র দেব ও সাধারণ স¤পাদক সুব্রত কুমার দাসের হাতে পুলিশ সুপারের বিশেষ উপহারের প্যাকেট তুলে দিয়েছেন। এসময় বড়লেখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ স¤পাদক রঞ্জিত কুমার পাল, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন পরিষদেও যুগ্ম সম্পাদক সমিরণ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা আড়াইটায় ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বড়লেখা পৌরশহরের হাটবন্দ দুর্গা মন্ডপে পুলিশ সুপারের বিশেষ উপহারের প্যাকেট তুলে দেন।

বড়লেখায় প্রথমবারের মতো মৌলভীবাজারের পুলিশ সুপারের পক্ষ থেকে দুর্গা পুজায় বিভিন্ন মন্ডপে বিশেষ উপহারের প্যাকেট পাওয়ায় পুজা উদযাপন কমিটিসহ সনাতন ধর্মাবলম্বীরা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ (পিপিএম) বার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, পুলিশ সুপার দূর্গা উৎসবে উপহার পাঠিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com