সাময়িক কর্মহীন শ্রমিকদের মাঝে ‘বুয়েট-৮৭ ফউন্ডেশন’ এর খাদ্যসামগ্রী বিতরণ

May 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বুয়েট-৮৭ ফউন্ডেশন’ এর উদ্যোগে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে সাময়িক কর্মহীন হোটেল ও রিকশা শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২০ মে বুধবার রাতে এবং ২১ মে সকালে মৌলভীবাজার শহর ও শহরতলীর কালেঙ্গা এলাকার ৪১ জন অসহায় হোটেল শ্রমিক, রিকশা-ঠেলা-ভ্যান শ্রমিক এবং শ্রমজীবী মহিলাদের পরিবারের মাঝে ঘরে ঘরে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, পিয়াজ, সেমাই, সাবানসহ ১০ পদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
‘বুয়েট-৮৭ ফউন্ডেশন’ এর পক্ষ থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী প্রদান কর্মসূচি সমন্বয় করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল ও মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com