সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব ২০১৭ উদ্যাপন
স্টাফ রিপোর্টার॥ বই বিতরণ উৎসব উদ্যাপন করেছে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়।
১ জানুয়ারি রবিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আখলিছুর রহমান-এর সভাপতিত্বে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব ২০১৭ সালের উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুল খালিক- প্রাক্তন অধ্যক্ষ (বাংলা), মৌলভীবাজার সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফজলুল হক, সহকারি প্রধান শিক্ষক মোতাহেব হোসেন ভূঁইয়া, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আশিকুর রহমান, মোঃ আব্দুল কাদির ও মোঃ হুমায়ুন কবিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সপ্তম শ্রেণির ছাত্রী নুছরাত জাহান মাসুমার হাতে বই তুলে দিয়ে বই উৎসব উদ্যাপন করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ ওমর ফারুক।
মন্তব্য করুন