সিলেটে গণ অবস্থানে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা-কর্মীর ঢল

স্টাফ রিপোর্টার॥ ১০ দফা দাবী বাস্তবয়নে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির সিলেট বিভাগীয় গণ অবস্থানে বুধবার ১১ জানুয়ারি মৌলভীবাজার জেলা বিএনপির দুই গ্রুপের নেতা-নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় গণ অবস্থানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
মৌলভীবাজার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান, সহ-সভাপতি আশিক মোশাররফ, সহ-সভাপতি সম্পাদক ফয়সল আহমদ, সহ-সভাপতি হেলু মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাহ উর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক শামিম আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইমানী।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুহিতুর রহমান হেলাল, অর্থ সম্পাদক ও পৌর বিএনপি সদস্য সচিব মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিল আনিসুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, পৌর বিএনপির সিনিয়র নেতা মোঃ রুনু, শুকুর মিয়া, মাছুম আহমদ, বদরুল আহমদ প্রমুখ।
মন্তব্য করুন