সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরী সভার সিদ্ধান্ত ৮ দফা দাবী না মানলে ২১ মে রোববার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট
সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গতকাল ৮ মে সোমবার দুপুরে পুরাতন স্টেশন রোডস্থ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৪১৮)-এর কার্যালয়ে আহূত পরিষদের এক জরুরী বর্ধিত সভায় এ ঘোষণা দেয়া হয়। সভার প্রস্তাবে পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে শ্রমিক ইউনিয়নসমুহকে রাজনীতিকরণের অপচেষ্টাসহ পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যার আলোকে ৮ দফা দাবি উপস্থাপন করা হয়। এসব দাবি আদায়ের লক্ষ্যে কাল ১০ মে বুধবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি অব পুলিশ, এসএমপি’র পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। আগামী ২০মে শনিবারের মধ্যে উত্থাপিত দাবি বাস্তবায়নের লক্ষ্যে কোন সুরাহা না হলে ২১ মে রোববার ভোর ৬টা থেকে সিলেট বিভাগে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হবে।
সিলেট বিভাগ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব আলীর সঞ্চালনায় সভার শুরুতে মুল বক্তব্য তুলে ধরেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৭০৭)-এর সভাপতি মোহাম্মদ জাকারিয়া। এর উপর আলোচনায় অংশ নেয় শ্রমিক নেতা রকিব উদ্দিন রফিক, কাজী মলাই মিয়া, আজাদ মিয়া, খলিল খান, মতছির আলী, সাহার উদ্দিন, দিলু মিয়া, আব্দুস সালাম, আব্দুল গফুর, আইয়ুবুর রহমান, আফতাব মিয়া, নূর উদ্দিন, আজাদুর রহমান অদুদ, রুনু মিয়া, ইজ্জাদুর রহমান, শামীম আহমদ, পাভেল আহমদ, ইবাদুর রহমান, সুন্দর আলী খান, শাহাব উদ্দিন, ইনছান আলী এবং মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতা মামুনুর রশীদ, পলক আহমদ প্রমুখ।
সভায় প্রস্তাবিত দাবিসমুহের মধ্যে রয়েছে, গত ১মে শ্রমিক র্যালি পরবর্তী কতিপয় সন্ত্রাসী কর্তৃক সিলেট নগরিতে বেশ কয়েকটি অটোরিক্সা ভাংচুর এবং এর আলোকে শ্রমিক নেতৃবৃন্দকে দায়ী করে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, ঘটনার পর থেকে জেলা শ্রমিক লীগ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের নির্দেশে নগরির বিভিন্ন অটোরিক্সা স্ট্যান্ড ও উপ-কমিটি সমুহের অফিস জবরদস্তিমুলক দখল এবং চাঁদাবাজি-লুটপাট বন্ধ, পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করতে শ্রমিক সংগঠনসমুহকে রাজনীতিকরণের অসৎ উদ্দেশ্যে আওয়ামী মটর চালক শ্রমিকলীগ, ট্রাক শ্রমিকলীগ ইত্যাদি ভূয়া নামের সংগঠন সমুহের কার্যক্রম বন্ধ করা, সিলেট-ভোলাগঞ্জ রুটের সালুটিকর থেকে ভোলাগঞ্জ পর্যন্ত মটর সাইকেলযোগে যাত্রী পরিবহন রোধে ব্যবস্থা গ্রহণ, সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভা এলাকায় পৌরট্যাক্সের নামে অবৈধ চাঁদা আদায় বন্ধ, বিভাগের বিভিন্ন সড়কে হাইওয়ে পুলিশের অহেতুক হয়রানি এবং অন্যায়ভাবে চাঁদা আদায় বন্ধের দাবি জানানো হয়।
এদিকে, আহূত পরিবহন ধর্মঘট সফলের লক্ষ্যে পরিবহন মালিকদের সহযোগিতা কামনায় আগামী ১৪মে রোববার বেলা ৩টায় সিলেটস্থ উপরোক্ত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সিলেট বিভাগ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভা আহবান করা হয়েছে। এতে সংশ্লিষ্ট পরিবহন শ্রমিক নেতাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি
মন্তব্য করুন