সুরঞ্জিত সেনগুপ্ত জীবনীর উপর স্মৃতিচারন মূলক অনুষ্ঠান
ওমর ফারুক নাঈম॥ এশিয়ার বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এর জীবনের উপর স্মৃতিচারনমূলক অনুষ্ঠান ও আলোচনা সভা করেছে জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ।
শনিবার ১৫ এপ্রিল সন্ধ্যায় শহরের পশ্চিম বাজারস্থ শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়ায় স্মৃতিচারনমূলক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, ছাতক-দোয়ারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আজিজুর রহমান, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর মহাপরিচালক বাবু বনমালী ভৌমিক, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, পৌরসভার মেয়র ফজলুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুররকায়স্ত, চেম্বার অব কর্মাস সভাপতি মো: কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান বাবুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা এবং সংগঠক ও স্বাধীন দেশের অন্যতম সংবিধান প্রণেতা। সুরঞ্জিত সেন গুপ্তের পড়াশোনা, মাটি ও মানুষের ভাষা রপ্ত করা, সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধ, তেজ ও নাটকীয়তায় ভরা বক্তব্য সংসদ থেকে জনসভায় সবখানের মানুষ মুগ্ধ হতেন। মাটি আর মানুষের কাছে থেকে রাজনীতি করে তিনি হয়ে উঠেছিলেন সর্বজন শ্রদ্ধেয় এবং আস্থার রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই সুরঞ্জিত সেন গুপ্তের অভাব দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝবেন বলেও দাবি করেন বক্তারা।
মন্তব্য করুন