সৈয়দ মহসিন আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো সৈয়দ মহসিন আলী স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল।
বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএম) এর আয়োজনে এ খেলার পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহু রহমান, যুক্তরাজ্য সুয়ানসী শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা প্রমুখ।
ফাইনাল খেলায় দুরন্ত সুরাজ ভাইকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়েল ব্রাদার্স। দুরন্ত সুরাজ ভাই প্রথমে ব্যাট করে ১৫১ রান করে। জবাবে রয়েল ব্রাদার্স ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন ফরহাদ আহমদ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট রাহুল। ফাইনাল খেলায় তারকা ক্রিকেটার নাসির হোসেন এবং রনি তালুকদারে খেলা দর্শকদের বাড়তি আকর্ষন যোগ করে।
মন্তব্য করুন