সৈয়দ মোসাহিদ আহমদের ‘ষোলো কোটি আছি বেশ  বইয়ের মোড়ক উম্মোচন

February 28, 2019,

স্টাফ  রিপোর্টার॥ কবি সৈয়দ মোশাহিদ আহমদ চন্নুর ‘ষোল কোটি আছি বেশ’  কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেঙ্গল কমিউনিটি সেন্টারে কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন পূর্ব আলোচনা সভা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান।

সাংস্কৃতিক কর্মী সৈয়দ মনসুর আহমেদ সুমেল ও রেডিও পল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় অবসর প্রাপ্ত অরিরিক্ত সচিব আব্দুল কাদের মাহমুদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুর, ডা: নাজনীন আক্তার, ষোলো কোটি আছি বেশ গ্রন্থের লেখক কবি সৈয়দ মোশাহিদ আহমদ চন্নু প্রমুখ।

কাব্যগ্রন্থের কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু ও সাপ্তহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক কবি সালাহ উদ্দিন ইবনে শিহাব। বই থেকে কবিতা আবৃত্তি করেন কবি সুনীল শৈশব, আব্দুল হাফিজ চৌধুরী ইমু ও আলমগীর হোসেন।

অনুষ্ঠানে লেখক, কবি সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে রাতের খাবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com