সোনার বাংলা আদর্শ ক্লাবের, মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ও ২নং মনুমুখ ইউনিয়নের ৩৫ টি স্কুল ও মাদ্রাসার (৩য় -৮ম) শ্রেণীর ৬৪৭ ছাএছাএীদের নিয়ে সাধুহাটি আব্দুল বারীস উচ্চ বিদ্যালয়ে সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যাগে ২য় মেধাযাচাই প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ১.০ টা পর্যন্ত চলা এ পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ২নং মনুমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক সেফুল, শেরপুর প্রেসক্লাবে সভাপতি/সম্পাদক সহ একটি প্রতিনিধি দল, সাধুহাটি এবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অভিনাস চন্দ্র দে, শিক্ষক হরিপদ দেবনাথ,আওমীলীগ নেতা মাসুদুর রহমান মসুদ সহ এসময় উপস্থিত ছিলেন সোনারবাংলা আদর্শ ক্লাবের সভাপতি কয়েছ আহমেদ ,সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমেদ ,সাধারন সম্পাদক শাজান আহমেদ ,সহ সম্পাদক রিপন আহমেদ,অর্থ সম্পাদক শাকির হোসেন ও আলামিন কবির সোহাগ ,প্রচারওপ্রকাশনা সম্পাদক বুলবুল আহমেদ ,ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম আহমেদ ,সিনিয়র সদস্য মুনাইম আহমেদ, লিটল আহমেদ, আলী আহমেদ দিলু,রিজন আহমেদ,শাম্মু চৌধুরী, হাফিজ জুবায়ের আহমেদ।
মন্তব্য করুন